রাজধানীর বনানীতে গ্যাস লাইটার বিস্ফোরণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতী বাবুল কাজী ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার সন্ধ্যায় তিনি বার্ন ইনস্টিটিউটে ইন্তেকাল করেন।
বিষয়টি নিশ্চিত করেছে বাবুল কাজীর পরিবার। বার্ন ইউনিটে তার অবস্থা খুবই শঙ্কটাপন্ন ছিলো বলে জানান তারা। বাবুল কাজীর শরীরের ৭৪ শতাংশ পুড়ে গেছে বলে জানান বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান।
শনিবার (১৮ জানুয়ারি) সকালে বাসার বাথরুমে গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ হন বাবুল কাজী। আশঙ্কাজনক অবস্থায় তাকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। শনিবার দিবাগত রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। এর আগে তার চিকিৎসায় ১৬ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।