অমর একুশে বইমেলার আগে সোহরাওয়ার্দী উদ্যানে যে কোনো ধরনের সমাবেশের আয়োজন করা হলে যথাসময়ে বইমেলা আয়োজন অসম্ভব বলে মনে করছে মেলা পরিচালনা কমিটি।
বৃহস্পতিবার এ বিষয়ে মেলা পরিচালনা কমিটির সভাপতি ও বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম একটি চিঠি দিয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়ে।
অধ্যাপক মোহাম্মদ আজমের সই করা ওই চিঠিতে বলা হয়েছে, বাংলা একাডেমি অমর একুশে বইমেলা ২০২৫ আয়োজনের জন্য (গণপূর্ত অধিদপ্তর থেকে প্রাপ্ত চিঠি সংযুক্ত-১) সোহরাওয়ার্দী উদ্যান ১ জানুয়ারি থেকে ৩ মার্চ ২০২৫ পর্যন্ত বরাদ্দ পেয়েছে। বইমেলার প্রস্তুতি, বিশেষত স্টল নির্মাণের কাজ আংশিক সম্পন্ন হয়েছে।
এরই মধ্যে বিভিন্ন সূত্রে জানা গেছে, গণপূর্ত অধিদপ্তর একই সময়ে সোহরাওয়ার্দী উদ্যানে অন্যান্য সমাবেশ ও কার্যক্রম আয়োজনের জন্য অনুমতি প্রদান করেছে। এতে বইমেলা হুমকির মুখে পড়েছে। একই সময়ে অন্য কোনো সমাবেশ উদ্যানে হলে বইমেলা আয়োজন করা অসম্ভব।
বাংলা একাডেমি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য সংস্কৃতি মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়ে চিঠিতে বলা হয়েছে, এই পরিপ্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখে বইমেলার জন্য বরাদ্দকৃত স্থানে অন্য কোনো সভা সমাবেশের অনুমতি বাতিল করা প্রয়োজন। বিষয়টি বিশেষভাবে বিবেচনা করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
এর আগে গত সোমবার সন্ধ্যায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কর্মীরা ১৭ জানুয়ারি সমাবেশ উপলক্ষে প্রস্তুতির জন্য বইমেলার শ্রমিকদের কাজ বন্ধ রাখতে অনুরোধ করেন। এ নিয়েই শুরু হয় জটিলতা।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, গণপূর্ত অধিদপ্তর থেকে তাদের সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।