রোববার,

১৯ জানুয়ারি ২০২৫,

৫ মাঘ ১৪৩১

রোববার,

১৯ জানুয়ারি ২০২৫,

৫ মাঘ ১৪৩১

Radio Today News

গ্রেপ্তারের আগে জানবে পরিবার, সাদা পোশাকে আটক নয়

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৫০, ১৬ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৪:৫৫, ১৬ জানুয়ারি ২০২৫

Google News
গ্রেপ্তারের আগে জানবে পরিবার, সাদা পোশাকে আটক নয়

জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে পুলিশের প্রশ্নবিদ্ধ ভূমিকার পুনরাবৃত্তি যেন আর না ঘটে তা নিয়ে মূল সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন।

যেসব পুলিশ রাজনৈতিক নির্দেশে অবাধে গুলি চালিয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার মধ্য দিয়ে এই সংস্কৃতি কিছুটা হলেও কমবে বলে মনে করেন কমিশন প্রধান সফর রাজ হোসেন।

এই অপরাধে পুলিশের কিছু লোকের শাস্তি হলেও পরবর্তীতে বাকিরা সতর্ক হবে। ফলে রাজনৈতিক নেতৃত্বও আগের মতো নিজেদের পক্ষে পুলিশকে হুকুম দিতে কুণ্ঠিত হবেন।

তিনি জানান, কাউকে গ্রেপ্তারের আগে তার পরিবারকে জানাতে হবে। পুলিশ সাদা পোশাক পরে গ্রেপ্তার করতে পারবে না, এমন সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন। আগামী একমাস আরও পরীক্ষা নিরীক্ষা হবে এসব সুপারিশ নিয়ে। বৈঠক হবে বাকি সংস্কার কমিশনের সাথেও।

এর আগে বুধবার প্রধান উপদেষ্টাকে দেওয়া প্রতিবেদনে এসব সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন। কমিশনের প্রধান সফর রাজ হোসেন ও অন্য সদস্যরা রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের