জুলাই গণঅভ্যুত্থানে হতাহতের ঘটনার বিচারের শুনানি শুরু হবে আগামী মার্চে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, এই হত্যাকণ্ডের বিচারিক কার্যক্রম শেষ হতে পারে নির্বাচনের আগেই।
বুধবার (১৫ জানুয়ারি) চার সংস্কার কমিশনপ্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের সংস্কার প্রস্তাব জমা দেন। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে আসিফ নজরুল এ কথা বলেন।
আসিফ নজরুল বলেন, সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে ন্যূনতম সংস্কারগুলো আইডেনটিফাই করা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সংস্কারের মূল বিষয় গণঅভ্যুত্থান। তাই সংস্কারের ক্ষেত্রে সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে চার কমিশন তাদের রিপোর্ট দিয়েছে। পরে কমিশনগুলো এবং রাজনৈতিক দলের মতামতের ও তাদের লিখিত বক্তব্যের মধ্যমে এ বিষয়টি চূড়ান্ত করা হবে।
সংবাদ সম্মেলনে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, মূল সুপারিশসহ চার কমিশনের বিস্তারিত সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করা কবে।
জুলাই গণঅভ্যুত্থানে হত্যার বিচার নিয়ে রিজওয়ানা বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কাউকে টার্গেট করে বিচারের কাজ সম্পন্ন হচ্ছে না।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বৃহস্পতিবার প্রজ্ঞাপনের ভিত্তিতে বাকি সংস্কার কমিশনগুলো তাদের রিপোর্ট জমা দেবে। একমাসের মধ্যে রাজনৈতিক দলসহ সবার সঙ্গে কথা বলে সমন্বয় করা হবে।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বাংলাদেশের কাঠামোগত সংস্কার হবে, যা রাজনৈতিক দলসহ সবার ঐক্যমতের ভিত্তিতেই হবে।