বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. গুলজার হোসেন জানান, বুধবার সকালে ডা. শুভাগত চৌধুরী মৃত্যুবরণ করেছেন। আজ সকালে বিএসএমএমইউয়ে এডমিট হওয়ার কথা ছিল। গতকালই আমার সঙ্গে কথা হয়েছিল। তিনি বলেছিলেন বিএসএমএমইউয়ে আসবেন এবং ভর্তি হবেন। যে কারণে গতকালই আমি ভর্তির সব কাগজপত্র রেডি করে রেখেছিলাম।
প্রসঙ্গত, ডা. শুভাগত চৌধুরীর জন্ম সিলেটে, ১৯৪৭ সালে। দেশে-বিদেশে পড়ালেখা করেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন হিসেবেও দায়িত্ব পালন করেছেন। চিকিৎসা বিষয়ে গবেষণা করেছেন লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে। গবেষণা, প্রশিক্ষণ গ্রহণ ও প্রবন্ধ উপস্থাপনের জন্য ইংল্যান্ড, জার্মানি, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, পশ্চিম আফ্রিকাসহ নানা দেশে ঘুরেছেন তিনি।
প্রাণরসায়ন, পুষ্টি ও চিকিৎসা-শিক্ষাপদ্ধতি ছিল তার গবেষণার বিষয়। নিউইয়র্ক সায়েন্স একাডেমির নির্বাচিত সদস্য তিনি। চিকিৎসাবিজ্ঞান বিষয়ে দেশি-বিদেশি জার্নালে তার ৫০টির বেশি গবেষণা-প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি চিকিৎসাক্ষেত্রে অবদানের জন্য শেরেবাংলা জাতীয় পুরস্কারও পেয়েছেন। পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার।
রেডিওটুডে নিউজ/আনাম