বাংলাদেশের সংবিধানের অন্যতম আলোচিত ৭০ অনুচ্ছেদ নিয়ে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদনে সুস্পষ্ট সুপারিশ থাকছে বলে জানা গেছে।
সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত কেউ যদি দল থেকে পদত্যাগ করেন বা সংসদে দলের বিপক্ষে ভোট দেন, তাহলে তার আসন শূন্য ঘোষণা করা হবে। এ বিধানকে কেন্দ্র করে সংসদ সদস্যদের মতপ্রকাশের স্বাধীনতা খর্ব হচ্ছে বলে অনেকেই মনে করেন।
অনুচ্ছেদটি বহাল থাকা উচিত কি না, তা নিয়ে বিভিন্ন সময়ে বিতর্ক ও আদালত পর্যন্ত গড়িয়েছে। তবে এবার সংশ্লিষ্ট কমিশন থেকে এ বিষয়ে স্পষ্ট মতামত আসার সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে কমিশনের সুপারিশ সম্পর্কে জানতে চাইলে সরাসরি মন্তব্য না করে কমিশন প্রধান আলী রীয়াজ বলেন, "সামগ্রিক চিত্রটা বোঝার চেষ্টা করুন। আমরা একটি জবাবদিহিতার পরিবেশ তৈরির চেষ্টা করছি। সেই প্রেক্ষাপটে ৭০ অনুচ্ছেদের ভূমিকা কী হবে, তা বিবেচনা করতে হবে।"
৭০ অনুচ্ছেদের পরিবর্তন বা সংশোধন হলে সংসদ সদস্যদের স্বাধীন মতামত প্রদান এবং পার্টি হুইপের বাইরেও ভোটদানের সুযোগ বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
প্রসঙ্গত, বাংলাদেশের সংবিধান সংস্কার গঠিত কমিশন অন্তর্বর্তী সরকারের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে আজ বুধবার (১৫ জানুয়ারি)। এতে ক্ষমতা কাঠামো, সংসদের ধরনসহ বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাবনা রয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম