বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫,

২ মাঘ ১৪৩১

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫,

২ মাঘ ১৪৩১

Radio Today News

‘সেনাবাহিনী কর্তৃক সারজিসসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ’ নিয়ে যা জানা গেল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:১৫, ১৫ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৩:১৭, ১৫ জানুয়ারি ২০২৫

Google News
‘সেনাবাহিনী কর্তৃক সারজিসসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ’ নিয়ে যা জানা গেল

কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে ‘সারজিস আলমসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী। তারা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।’ তবে এ দাবিটি একদমই মিথ্যা বলে জানিয়েছে তথ্য যাচাইকারী সংস্থা রিউমর স্ক্যানার।

সম্প্রতি সংস্থাটি এক প্রতিবেদনে জানায়, সারজিস আলমসহ ৪৫ জনের পাসপোর্ট সেনাবাহিনী কর্তৃক জব্দ করার দাবিটি সঠিক নয়। এটি কোনো ধরনের তথ্য-প্রমাণ ছাড়াই ছড়িয়ে দেয়া হয়েছে। আবার সেনাবাহিনীর পক্ষ থেকেও দাবিটি মিথ্যা বলে নিশ্চিত করা হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, এ ব্যাপারে অনুসন্ধ্যানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ‘BBC NEWS 2470’ নামক একটি ব্লগ ওয়েবসাইটে গত ১২ জানুয়ারি ‘ব্রেকিং নিউজ: সারজিস আলমসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী’ শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন দেখতে পাওয়া যায়। সেখানে দাবি করা হয়েছে, গত ১২ জানুয়ারি রাতে সেনাবাহিনী একটি গোপন অভিযানে সারজিস আলমসহ আরও ৪৪ জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে পাসপোর্ট ও ভ্রমণের যাবতীয় কাগজপত্র জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে, অবৈধ উপায়ে ইউরোপ যাওয়ার জন্য পরিকল্পনা করছিলেন তারা।

প্রতিবেদনে আরও বলা হয়, সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন―আমরা একটি নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জব্দ করেছি পাসপোর্টগুলো। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা ভুয়া কাগজপত্র ব্যবহার করে ইউরোপ পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল।

এদিকে প্রকৃত তথ্য হচ্ছে, এ ব্যাপারে মূলধারার জাতীয় বা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে কোনো ধরনের তথ্য পাওয়া যায়নি। আবার সারজিস আলম বা অন্য কোনো ব্যক্তি কর্তৃকও সেনাবাহিনীর বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগের তথ্য পাওয়া যায়নি।

এ রপরও এ ব্যাপারে অধিকতর যাচাইয়ের জন্য আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে (আইএসপিআর) যোগাযোগ করে তথ্য যাচাই সংস্থাটি। আইএসপিআর জানিয়েছে, এটি একদমই মিথ্যা তথ্য।

অর্থাৎ, গত ১২ জানুয়ারি  ব্লগিং ওয়েবসাইট থেকে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। সেটিই পরবর্তীতে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। আর সারজিস আলমসহ ৪৫ জনের পাসপোর্ট সেনাবাহিনী কর্তৃক জব্দের দাবিটি একদমই ভুয়া ও বানোয়াট।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের