বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫,

২ মাঘ ১৪৩১

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫,

২ মাঘ ১৪৩১

Radio Today News

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৫২, ১৪ জানুয়ারি ২০২৫

Google News
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতিসংঘের কাছে সহযোগিতা চেয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। 

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

জাতিসংঘের আবাসিক প্রতিনিধি বলেন, নির্বাচন কখন হবে, সেটা সরকার ও রাজনৈতিক দল ঠিক করবে। আমরা সময়সীমা নিয়ে কিছু বলতে চাই না।বাংলাদেশ জাতিসংঘের কাছে সহযোগিতা চেয়েছে, আমরা নির্বাচনে শুধু কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতা দিতে চাই। 

গোয়েন লুইস বলেন, নির্বাচন কমিশন কী ধরনের সহযোগিতা চায়, তার ওপর নির্ভর করবে জাতিসংঘের সহযোগিতা। 

তিনি বলেন, নির্বাচনে সহায়তার জন্য প্রতিনিধিদল আগামীকাল বুধবার চট্টগ্রাম যাবে। সেখানে নির্বাচনী বিভিন্ন অংশীজন যেমন- রাজনৈতিক দল, সুশীল সমাজ, বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবে। প্রতিনিধি দল ফিরে এসে প্রতিবেদন দেবে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের