বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫,

২ মাঘ ১৪৩১

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫,

২ মাঘ ১৪৩১

Radio Today News

সীমান্তে কোনো উত্তেজনা নেই, পরিস্থিতি স্থিতিশীল: স্বরাষ্ট্র উপদেষ্টা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:২৫, ১৪ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৮:২৬, ১৪ জানুয়ারি ২০২৫

Google News
সীমান্তে কোনো উত্তেজনা নেই, পরিস্থিতি স্থিতিশীল: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই। পরিস্থিতি স্থিতিশীল আছে। কাঁটাতারের বেড়া দেওয়া বন্ধ রয়েছে। আগামী মাসে বিজিবি ও বিএসএফের মধ্যে ডিজি পর্যায়ে মিটিংয়ে বিষয়টি আলোচনা হবে।

তিনি আরও বলেন, ভারতের সাথে যেসব অসম চুক্তি আছে সেগুলো নিয়েও আলোচনা হবে। সে ব্যাপারে মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ নগরীর সিটি কর্পোরেশনের শহীদ সাহাবউদ্দিন মিলনায়তনে সশস্ত্র বাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কৃষি মন্ত্রণালয়ের ময়মনসিংহ অঞ্চলের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে সারের কোনো সংকট নেই। কেউ কৃত্রিম সংকট তৈরি করলে কোনো ছাড় দেওয়া হবে না, কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সত্য প্রকাশে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে তিনি আরও বলেন, দেশের মিডিয়াগুলো সত্য সংবাদ প্রচার করায় বিদেশি মিডিয়াগুলোর অপপ্রচার কমে গেছে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের