পুলিশ সংস্কার কমিশন, নির্বাচন, সংবিধান এবং দুদক সংস্কার কমিশন আগামীকাল ১৫ জানুয়ারি তাদের পূর্ণাঙ্গ সুপারিশ জমা দেবে প্রধান উপদেষ্টার কাছে। পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ জানিয়েছেন, প্রতিবেদন জমা দেয়ার পর পরবর্তীতে তাদের করণীয় ঠিক করবেন প্রধান উপদেষ্টা।
আর জনপ্রশাসন সংস্কার কমিশন তাদের পূর্ণাঙ্গ সুপারিশ জমা দেবে এ মাসের শেষের দিকে। আগামীকাল প্রধান উপদেষ্টার কাছে সুপারিশের একটি অংশ জমা দেয়া বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমান।
জনপ্রশাসন সচিব আরও জানান, বিচার বিভাগ সংস্কার কমিশনও প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ জমা দেবে এ মাসের শেষের দিকেই।
রাষ্ট্র সংস্কারের জন্য গেলো ৩ অক্টোবর ছয় সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। ৩১ ডিসেম্বর তাদের প্রতিবেদন জমা দেয়ার কথা থাকলেও কাজ শেষ না হওয়ায় সময় বাড়িয়ে ১৫ জানুয়ারি পর্যন্ত করা হয়েছিল।
রেডিওটুডে নিউজ/আনাম