মঙ্গলবার,

১৪ জানুয়ারি ২০২৫,

১ মাঘ ১৪৩১

মঙ্গলবার,

১৪ জানুয়ারি ২০২৫,

১ মাঘ ১৪৩১

Radio Today News

পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:০৯, ১৩ জানুয়ারি ২০২৫

Google News
পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ছয় সদস্যের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

নিয়োগ বাতিল করা হয়েছে, অধ্যাপক শাহনাজ সরকার, মো. মুনির হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ এফ জগলুল আহমেদ, মো. মিজানুর রহমান, শাব্বির আহ্‌মদ চৌধুরী ও অধ্যাপক সৈয়দা শাহিনা সোবহানের।

জানা গেছে, গত ২ জানুয়ারি পিএসসিতে এই ৬ সদস্য নিয়োগ পায়। এর মধ্যে তিনজনের নিয়োগ নিয়ে বিতর্ক ওঠে। তারা আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী বলে সমালোচনাও হয়। পরে গত রোববার (১২ জানুয়ারি) বিতর্কিত তিন সদস্যের নিয়োগ বাতিলের জন্য কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার সময়ও বেঁধে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। তারই ধারাবাহিকতায় অবশেষে পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল করেছে সরকার।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের