টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবায় কর বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন। রাজধানীর প্রেসক্লাবের সামনে রোববার (১২ জানুয়ারি) মানববন্ধন কর্মসূচিতে তারা এই দাবি জানান। সকাল ১১টার দিকে শুরু হওয়া কর্মসূচিতে অংশ নেন প্রায় দুইশ মানুষ। এসময় তারা টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবায় কর বৃদ্ধির সিদ্ধান্ত 'হঠকারী' উল্লেখ করে প্রত্যাহারের দাবি জানান।
বৃহস্পতিবার (৯ জনুয়ারি) এক প্রজ্ঞাপনে প্রায় ১০০টি পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এতে মোবাইল ফোনের ব্যবহারের ওপর সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২৩ শতাংশ করা হয়েছে। ফলে এখন থেকে মোবাইল ফোন ব্যবহারের খরচে সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ ৩৯ শতাংশের পরিবর্তে ৪২ দশমিক ৪৫ শতাংশের বেশি দিতে হবে। অন্যদিকে ব্রডব্যান্ড ইন্টারনেটের ওপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করায় ইন্টারনেট বিল বাড়বে।
রেডিওটুডে নিউজ/আনাম