শনিবার,

১১ জানুয়ারি ২০২৫,

২৭ পৌষ ১৪৩১

শনিবার,

১১ জানুয়ারি ২০২৫,

২৭ পৌষ ১৪৩১

Radio Today News

পদোন্নতি পেয়ে মহাব্যবস্থাপক হলেন ৩৩ কর্মকর্তা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:১০, ১০ জানুয়ারি ২০২৫

Google News
পদোন্নতি পেয়ে মহাব্যবস্থাপক হলেন ৩৩ কর্মকর্তা

রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের ৩৩ জন উপমহাব্যবস্থাপককে পদোন্নতি দিয়ে মহাব্যবস্থাপক করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবার সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিম্নবর্ণিত উপমহাব্যবস্থাপকদের মহাব্যবস্থাপক পদে পদোন্নতি দিয়ে তাদের নামের পাশে বর্ণিত কর্মস্থলে পদায়ন করা হলো।

এতে আরও বলা হয়, রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন নীতিমালা-২০১৩ (১৬ অক্টোবর, ২০২৪ পর্যন্ত সংশোধিত) ও সরকার কর্তৃক সময়ে জারি করা নীতিমালা বা প্রজ্ঞাপন দ্বারা কর্মকর্তাদের চাকরি নিয়ন্ত্রিত ও পরিচালিত হবে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের