শুক্রবার,

১০ জানুয়ারি ২০২৫,

২৭ পৌষ ১৪৩১

শুক্রবার,

১০ জানুয়ারি ২০২৫,

২৭ পৌষ ১৪৩১

Radio Today News

জুলাই গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ মরদেহের সন্ধান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:০৪, ১০ জানুয়ারি ২০২৫

Google News
জুলাই গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ মরদেহের সন্ধান

জুলাই গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ছয় মরদেহের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে ‘জুলাই গণঅভুত্থ্যান বিষয়ক বিশেষ সেল’। শুক্রবার (১০ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, অনুসন্ধানে ঢাকা মেডিকেলে গণঅভ্যুত্থানে নিহত অশনাক্ত ছয়টি মরদেহ আছে বলে জানতে পারে জুলাই গণ-অভুত্থ্যান বিষয়ক বিশেষ সেল।

তারা আরও জানান, সকালে সেলের একটি টিম এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য শাহবাগ থানায় যায়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর ছয়টি লাশ এখনও হিমাগারে থাকার তথ্য নিশ্চিত করেন। লাশগুলো  ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক মর্গে আছে বলে তিনি ওসি।

মর্গে থাকা মরদেহের মধ্যে রয়েছে অজ্ঞাতনামা পুরুষ (২০), অজ্ঞাতনামা পুরুষ (২৫), অজ্ঞাতনামা পুরুষ (২২), অজ্ঞাতনামা মহিলা (৩২), অজ্ঞাতনামা পুরুষ (৩০) ও এনামুল (২৫)।

জুলাই গণ-অভুত্থ্যান বিষয়ক বিশেষ সেলের নেতারা জানান, মরদেহগুলোর ডিএনএ ও পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে। এ মুহূর্তে মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক হিমাগারে রক্ষিত আছে।

কারও পরিবারের সদস্য মিসিং থাকলে ০১৬২১৩২৪১৮৭ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন জুলাই গণ-অভুত্থ্যান বিষয়ক বিশেষ সেলের নেতারা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের