শুক্রবার,

১০ জানুয়ারি ২০২৫,

২৭ পৌষ ১৪৩১

শুক্রবার,

১০ জানুয়ারি ২০২৫,

২৭ পৌষ ১৪৩১

Radio Today News

সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে, বিজ্ঞপ্তিতে যা জানালো পেট্রোবাংলা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:২৩, ৯ জানুয়ারি ২০২৫

আপডেট: ২২:২৬, ৯ জানুয়ারি ২০২৫

Google News
সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে, বিজ্ঞপ্তিতে যা জানালো পেট্রোবাংলা

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দেশের প্রথম ভাসমান যুক্তরাষ্ট্রের বেসরকারি প্রতিষ্ঠান অ্যাক্সিলেরেট এনার্জির তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) টার্মিনালের মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে শুক্রবার (১০ জানুয়ারি)। টার্মিনালটির মেরামতের কাজ শেষ হবে আগামী সোমবার। এর ফলে বন্ধ হয়ে যাবে দৈনিক ৫০ কোটি ঘনফুট গ্যাসের সরবরাহ। এতে গ্যাস-সংকট আরও কিছুটা বাড়তে পারে। এর আগে গত সপ্তাহেও একই টার্মিনাল টানা তিন দিন বন্ধ ছিল। 

এতে শুক্রবার দুপুর ১২ টাকা থেকে আগামী সোমবার দুপুর ১২টা পর্যন্ত ৭২ ঘণ্টা সারা দেশে গ্যাসের চাপ কমে যাবে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পেট্রোবাংলা।

এতে বলা হয়, শুক্রবার থেকে সোমবার বন্ধ থাকবে ৫০ কোটি ঘনফুট গ্যাসের সরবরাহ। তবে এ সময় সামিট গ্রুপের দেশের দ্বিতীয় ভাসমান এলএনজি টার্মিনালটি সচল থাকবে, এই টার্মিনাল দিয়ে দৈনিক ৫৫ থেকে ৫৬ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে।

একটি এলএনজি টার্মিনাল বন্ধ থাকার সময় দেশের কোথাও কোথাও গ্যাসের চাপ কমে যেতে পারে। সোমবার দুপুরের পর থেকে ফের মেরামতকারী এলএনজি টার্মিনাল থেকে আগের মতোই গ্যাস সরবরাহ হবে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের