বুধবার,

০৮ জানুয়ারি ২০২৫,

২৫ পৌষ ১৪৩১

বুধবার,

০৮ জানুয়ারি ২০২৫,

২৫ পৌষ ১৪৩১

Radio Today News

ই-সিগারেট আমদানি নিষিদ্ধ করায় বিএনটিটিপি-র ধন্যবাদ জ্ঞাপন

রেডিও টুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:৪২, ৭ জানুয়ারি ২০২৫

Google News
ই-সিগারেট আমদানি নিষিদ্ধ করায় বিএনটিটিপি-র ধন্যবাদ জ্ঞাপন

ক্ষতিকর -সিগারেট/ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম সংশ্লিষ্ট সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। জনস্বাস্থ্য রক্ষায় যুগপোযোগী সিদ্ধান্ত নেয়ায় বাণিজ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসি (বিএনটিটিপি) আজ সোমবার ( জানুয়ারি ২০২৪) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনটিটিপি ধন্যবাদ কৃতজ্ঞতা জানায়।

বিএনটিটিপির প্রকল্প ব্যবস্থাপক হামিদুল ইসলাম হিল্লোল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপ স্বাস্থ্য খাতে ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে ক্ষতিকার -সিগারেট ভেপ থেকে বাঁচাতে সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ -সিগারেট ধূমপানের মতোই ক্ষতিকর।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশ্বের প্রায় অর্ধশতাধিক দেশ ইতোমধ্যে -সিগারেট নিষিদ্ধ করেছে। বাংলাদেশে ব্যপকভাবে ছড়িয়ে পড়ার আগেই জনস্বাস্থ্যের জন্য মারাত্বক ক্ষতিকর এই পণ্যটি নিষিদ্ব করা একটি সময়োপযোগি বিবেচক সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের জন্য বাণিজ্য মন্ত্রণালয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উল্লেখ্য বানিজ্য মন্ত্রণালয় সম্প্রতি ইমপোর্ট এন্ড এক্সপোর্ট (কন্ট্রোল) এক্ট ১৯৫০ এর ধারা () পদত্ত ক্ষতমাবলে আমদানি নীতি আদেশ ২০২১-২৪ অধিকতর সংশোধনে আদেশ জারি করে গেজেট প্রকাশ করেছে। সেখানেআমদানি যোগ্য নয়এমন পণ্যের তালিকায় -সিগারেট/ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম সংশ্লিষ্ট সব ধরনের পণ্য যুক্ত করা হয়েছে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের