বুধবার,

০৮ জানুয়ারি ২০২৫,

২৫ পৌষ ১৪৩১

বুধবার,

০৮ জানুয়ারি ২০২৫,

২৫ পৌষ ১৪৩১

Radio Today News

মেট্রোরেল ভাড়া নিয়ে সুখবর দিলো জাতীয় রাজস্ব বোর্ড

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৪৪, ৬ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৯:৪৬, ৬ জানুয়ারি ২০২৫

Google News
মেট্রোরেল ভাড়া নিয়ে সুখবর দিলো জাতীয় রাজস্ব বোর্ড

মূল্য সংযোজন কর (ভ্যাট) থেকে আরও এক বছরের জন্য অব্যাহতি দেয়া হয়েছে মেট্রোরেলের টিকিটে। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ভ্যাট অব্যাহতি দিয়ে এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

সোমবার জারি করা আদেশে এনবিআর বলেছে, মেট্রোরেল বাংলাদেশের সর্বাধুনিক ও জনপ্রিয় গণপরিবহন। মেট্রোরেল যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি কর্মঘণ্টা সাশ্রয়ে অগ্রণী ভূমিকা পালন করছে। মেট্রোরেলকে অধিক জনপ্রিয় করার লক্ষ্যে এর যাতায়াতকে ব্যয়সাশ্রয়ী করা প্রয়োজন। এ জন্য ভ্যাট আইনের ১২৬ ধারার উপধারা (৩)–এর আওতায় মেট্রোরেলের টিকিটের ওপর ভ্যাট অব্যাহতির সুবিধা দেওয়া হয়। এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করা হলো বলে এনবিআর জানায়।

বর্তমান ভ্যাট আইন অনুযায়ী, যেকোনো শীতাতপ নিয়ন্ত্রিত রেলের টিকিটে ১৫ শতাংশ ভ্যাট আরোপের বিধান আছে। মেট্রোরেল পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত এবং গণপরিবহন। কিন্তু মেট্রোরেল চালুর পর শুরু থেকেই এর মালিক কোম্পানি ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অনুরোধে এই সেবার ওপর ভ্যাট আরোপ করা হয়নি।

২০২২ সালের ডিসেম্বর মাসে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হয়। পরে মতিঝিল পর্যন্ত চালু করা হয়। ভবিষ্যতে মেট্রোরেল সার্ভিস কমলাপুর পর্যন্ত সম্প্রসারিত করা হবে। বর্তমানে প্রতিদিন কমবেশি আড়াই লাখ যাত্রী এই নগর পরিবহন ব্যবহার করেন।

২০২৩ সালের মে মাসে এনবিআর প্রজ্ঞাপন জারি করে জানায় যে ২০২৪ সালের জুন মাস পর্যন্ত মেট্রোরেলের টিকিটের ওপর ভ্যাট মওকুফ থাকবে। পরে এই সুবিধা অব্যাহত রাখা হয়।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের