সোমবার,

০৬ জানুয়ারি ২০২৫,

২৩ পৌষ ১৪৩১

সোমবার,

০৬ জানুয়ারি ২০২৫,

২৩ পৌষ ১৪৩১

Radio Today News

নভেম্বরে হলো না

মার্চ-এপ্রিলের মধ্যে পলিথিনের শপিং ব্যাগের ব্যবহার বন্ধ করতে চায় সরকার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:১১, ৪ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৪:১২, ৪ জানুয়ারি ২০২৫

Google News
মার্চ-এপ্রিলের মধ্যে পলিথিনের শপিং ব্যাগের ব্যবহার বন্ধ করতে চায় সরকার

ঘোষণা ছিল নভেম্বরের মধ্যে কাঁচা বাজার থেকে পলিথিন বন্ধ হবে। কিন্তু বাস্তবায়ন না হওয়ায় এবার বলা হচ্ছে মার্চ-এপ্রিলের মধ্যে সারাদেশে পলিথিনের শপিং ব্যাগের ব্যবহার বন্ধ করতে চায় সরকার। সে লক্ষে কাঁচা বাজার থেকে শুরু করে কারখানা পর্যায়ে অভিযান এবং মনিটরিং করছে পরিবেশ অধিদপ্তর। 

শনিবার (৪ জানুয়ারি) সকালে রাজধানীর কয়েকটি বাজারে অভিযান করে পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একথা জানান।  পলিথিনের ব্যবহার পুরোপুরি বন্ধে অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। 

এদিকে গেলো বছরের পহেলা নভেম্বর থেকে সারাদেশের কাঁচা বাজারগুলো থেকে অবৈধ পলিথিনের ব্যবহার বন্ধের নির্দেশনা দেয় পরিবেশ অধিদপ্তর। কিন্তু দুই মাস পার হলেও বাজারের চিত্র পরিবর্তন হয়নি। 

সকালে রাজধানীর হাতিরপুল বাজারে গিয়ে এমনটাই দেখা যায়। এর কিছুক্ষণ পরই আসে পরিবেশ অধিদপ্তরের একটি মনিটরিং টিম। যার নেতৃত্বে ছিলেন পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। দুই-একজন ব্যবসায়ী পলিথিনের বিকল্প  ব্যাগ ব্যবহার করলেও অনেকের কাছেই পাওয়া যায় পলিথিনের ব্যাগ। তাদের প্রাথমিকভাবে সতর্ক করে পরবর্তীতে আরও কঠোর হওয়ার ঘোষণা দেওয়া হয়।

আভিযানিক দল পলাশী বাজারে গিয়েও একই চিত্র দেখতে পান। কড়া ভাষায় এটির ব্যবহার বন্ধের নির্দেশনা দেন। বলেন, আগামীতেও একই অপরাধ করলে নেওয়া হবে ব্যবস্থা। 

আর কতো মাস গেলে নিষেধাজ্ঞা বাস্তবায়ন হবে, এমন প্রশ্নের জবাবে টিমের প্রধান পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস জানান, মার্চ এপ্রিলের মধ্যেই সারাদেশ থেকে পলিথিনের ব্যবহার বন্ধ হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের