২০২৪ সালে ৬ হাজার ৩৫৯ সড়ক দুর্ঘটনায় ৮ হাজার ৫৪৩ জন নিহত, ১২ হাজার ৬০৮ জন আহত হয়েছে। আজ (শনিবার, ৪ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির ২০২৪ সালের বার্ষিক সড়ক দুর্ঘটনা প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরে যাত্রী কল্যাণ সমিতি।
২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে সড়কে ১ দশমিক ৫৪ শতাংশ দুর্ঘটনা, নিহত ৭ দশমিক ৫০ শতাংশ এবং আহত ১৭ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে বলে জানান যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক।
এ সময় তিনি বিগত সরকারের সময়ে দুর্ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরা হয়নি, দুর্ঘটনার সংখ্যা কমাতে চাপ প্রয়োগ করা হয়েছে বলেও অভিযোগ করেন।
সড়ক নিরাপত্তার বিষয়কে বিশেষ গুরুত্ব দেয়ার দাবি জানিয়ে সড়ক দুর্ঘটনারোধে পরিবহন সেক্টরে সুশাসন প্রতিষ্ঠাসহ বেশ কিছু সুপারিশ তুলে ধরে যাত্রী কল্যাণ সমিতি।
রেডিওটুডে নিউজ/আনাম