সোমবার,

০৬ জানুয়ারি ২০২৫,

২৩ পৌষ ১৪৩১

সোমবার,

০৬ জানুয়ারি ২০২৫,

২৩ পৌষ ১৪৩১

Radio Today News

‘সংস্কার শুধু অন্তর্বর্তী সরকার নয়, আগামী সরকারের জন্যেও চ্যালেঞ্জিং হবে’

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৫৪, ৩ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৭:৫৫, ৩ জানুয়ারি ২০২৫

Google News
‘সংস্কার শুধু অন্তর্বর্তী সরকার নয়, আগামী সরকারের জন্যেও চ্যালেঞ্জিং হবে’

দেশকে এমনভাবে তছনছ করা হয়েছে যে সংস্কার শুধু অন্তর্বর্তী সরকার নয়, আগামী সরকারের জন্যেও চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে- এমনটাই মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

শুক্রবার (৩ জানুয়ারি) সকালে খুলনা সরকারি সুন্দরবন আদর্শ কলেজের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, তরুণ প্রজন্ম যে আত্মত্যাগ করেছে তা বৃথা যেতে দেয়া হবে না। যতদিন রয়েছি দেশ ও জনগণের জন্য কিছু করার চেষ্টা করবো।

এখনও দেশে সন্ত্রাস, চাঁদাবাজি হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা সাখাওয়াত হোসেন সমাজের নেতৃস্থানীয়দেরকে চাঁদাবাজি প্রতিহত করার আহ্বান জানান।

আয়নাঘর প্রসঙ্গে তিনি বলেন, আয়নাঘর শুধু ক্যান্টনমেন্টেই নয় বিশ্ববিদ্যালয়, হোটেলে ও বাড়িতেও ছিল। জনগণ শুধু এক জায়গার কথা জানে। অচিরেই সবাই তা জানতে পারবেন।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের