সোমবার,

০৬ জানুয়ারি ২০২৫,

২৩ পৌষ ১৪৩১

সোমবার,

০৬ জানুয়ারি ২০২৫,

২৩ পৌষ ১৪৩১

Radio Today News

সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ বাড়িয়েছে সরকার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৪৯, ৩ জানুয়ারি ২০২৫

Google News
সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ বাড়িয়েছে সরকার

সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ আগামী ১৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, "গত ৬ অক্টোবর ২০২৪ তারিখে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ ১৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত বাড়ানো হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।"

গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর ৬ অক্টোবর রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আলী রিয়াজকে প্রধান করে ৯ সদস্যের এই কমিশন গঠিত হয়। কমিশনের মূল কাজ ছিল সংবিধান সংস্কারের একটি খসড়া ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে জমা দেওয়া। তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় কমিশনের মেয়াদ বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দেয়।

অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে গঠিত এই কমিশনের অন্য সদস্যরা হলেন—  
অধ্যাপক সুমাইয়া খায়ের, বার-এট-ল ইমরান সিদ্দিকী, অধ্যাপক মুহাম্মদ ইকরামুল হক, অ্যাডভোকেট ড. শরীফ ভূঁইয়া, বার-এট-ল এম মঈন আলম ফিরোজী, লেখক ফিরোজ আহমেদ, মানবাধিকার কর্মী মো. মুস্তাইন বিল্লাহ এবং শিক্ষার্থী প্রতিনিধি মো. মাহফুজ আলম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের