জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে অধ্যাপক ডা. সৈয়দা শাহিনা সোবহানকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য পদে নিয়োগ দিয়েছেন। ডা. সৈয়দা শাহিনা সোবহান ফ্যাসিস্ট আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক মন্ত্রী ডা. দীপু মনির বান্ধবি বলে জানা গেছে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি জনস্বার্থে অধ্যাপক ডা. সৈয়দা শাহিনা সোবহানকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য পদে নিয়োগ দিয়েছেন। সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে তিনি দায়িত্বভার গ্রহণের তারিখ হতে ৫ বছর বা তাঁর ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে, সে কাল পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য পদে বহাল থাকবেন।
জানা যায়, পিএসসির মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়োগ বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন শাহিনা সোবহান।
এর আগে আওয়ামীপন্থী একজন সাবেক সেনা কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছিল এ পদে, কিন্তু চিকিৎসকদের প্রতিবাদের মুখে তার নিয়োগ বাতিল করা হয়। কিন্তু বৃহস্পতিবার আবারও আওয়ামী ফ্যাসিবাদের দোসরের বান্ধবিকে পিএসসির মতো গুরুত্বপূর্ণ জায়গায় নিয়োগ দেওয়ায় প্রতিবাদ জানিয়েছেন চিকিৎসকরা। অবিলম্বে তার নিয়োগ বাতিলেরও দাবি জানিয়েছেন তারা।
রেডিওটুডে নিউজ/আনাম