ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ ও আহত ২ হাজার ২২৯ ব্যক্তির পরিবারকে ৪৭ কোটি ৩২ লাখ টাকা সহায়তা দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এর মধ্যে শহীদ পরিবার ৬২৮, আহত ব্যক্তির পরিবার ১ হাজার ৬০১।
বুধবার (১ জানুয়ারি) রাজধানীর শাহবাগে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এ তথ্য জানান।
তিনি বলেন, ১০৯ কোটি ২০ লাখ টাকা ফাউন্ডেশনের ব্যাংক হিসাবে জমা হয়েছে। এর মধ্যে আর্থিক সহায়তা হিসেবে ৪৭ কোটি ৩২ লাখ টাকা দেওয়া হয়।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) তালিকায় অভ্যুত্থানে শহীদ ৮২৬ জন, আহত ১১ হাজার ৩০৬ জনের নাম লিপিবদ্ধ হয়েছে। সহায়তার ক্ষেত্রে যাতে স্বচ্ছতা থাকে, সে জন্য নানাভাবে যাচাই করা হয়েছে।
শহীদ ও আহতের তালিকায় যুক্ত হওয়ার সময় বাড়ল
ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকাভুক্তির সময় আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রথম ধাপের তালিকায় যাদের নাম বাদ পড়েছে, তারা নতুন করে তালিকাভুক্তির জন্য আবেদন করতে পারবেন। গতকাল স্বাস্থ্যসেবা বিভাগের গণঅভ্যুত্থান-সংক্রান্ত বিশেষ সেলের দলনেতা অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
রেডিওটুডে নিউজ/আনাম