শনিবার,

০৪ জানুয়ারি ২০২৫,

২১ পৌষ ১৪৩১

শনিবার,

০৪ জানুয়ারি ২০২৫,

২১ পৌষ ১৪৩১

Radio Today News

হাসিনাকে ফেরত আনা ও স্বার্থের বিষয় সমান্তরালে চলবে: পররাষ্ট্র উপদেষ্টা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:০০, ১ জানুয়ারি ২০২৫

আপডেট: ২০:০১, ১ জানুয়ারি ২০২৫

Google News
হাসিনাকে ফেরত আনা ও স্বার্থের বিষয় সমান্তরালে চলবে: পররাষ্ট্র উপদেষ্টা

ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার প্রসঙ্গে এবং অন্যান্য জাতীয় স্বার্থের বিষয়গুলো সমান্তরালে এগিয়ে চলবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনাকে ফেরত আনতে না পারলে ঢাকা-দিল্লি সম্পর্ক স্বাভাবিক থাকবে কি না—এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, দুটোই পাশাপাশি চলবে। এটি একটি ইস্যু। তবে আমাদের আরও অনেক স্বার্থের ইস্যু রয়েছে, সেগুলোও এগিয়ে চলবে।

ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এই তিন দেশের সঙ্গেই আমাদের স্বার্থ রয়েছে। এ কারণে এদের সঙ্গেই আমাদের সম্পর্ক অগ্রাধিকারে থাকবে। নতুন বছরে অগ্রাধিকার হচ্ছে রোহিঙ্গা সংকট সমাধান এবং অর্থনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা সৃষ্টি করা।

জুলাই মাসের অভ্যুত্থান ঘিরে সংঘটিত হত্যাকাণ্ড ও অপরাধ বিষয়ে জাতিসংঘের তদন্ত কমিটিকে দেশের বিভিন্ন সংস্থা থেকে সহায়তা করার কথা উল্লেখ করে তিনি জানান, কয়েকটি সংস্থা এখনো তাদের প্রতিবেদন জমা দেয়নি। তবে জানুয়ারির মধ্যেই সব প্রতিবেদন পাওয়া যাবে বলে আশা করি।

রাখাইনের পরিস্থিতি প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, সেখানে পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং, কারণ গ্রাউন্ড রিয়েলিটি পরিবর্তন হয়ে গেছে। এই মানুষগুলোকে (রোহিঙ্গা) অধিকার ও নিরাপত্তার সঙ্গে ফেরত পাঠানো জরুরি। তা না হলে তাঁরা ফেরত যেতে রাজি হবেন না।

২০ জানুয়ারি পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরের কথা রয়েছে। এ ব্যাপারে তিনি বলেন, চীন আমাদের আমন্ত্রণ জানিয়েছে, তাই যাচ্ছি। অনেক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হবে। তবে সেসব বিষয়ে এখনই কিছু বলতে চাই না।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের