শনিবার,

০৪ জানুয়ারি ২০২৫,

২১ পৌষ ১৪৩১

শনিবার,

০৪ জানুয়ারি ২০২৫,

২১ পৌষ ১৪৩১

Radio Today News

জুলাই প্রক্লেমেশন নিয়ে ড্রাফট তৈরি শুরু করেছে সরকার: রিজওয়ানা হাসান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:০৬, ১ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৮:০৯, ১ জানুয়ারি ২০২৫

Google News
জুলাই প্রক্লেমেশন নিয়ে ড্রাফট তৈরি শুরু করেছে সরকার: রিজওয়ানা হাসান

জুলাই প্রক্লেমেশন নিয়ে ড্রাফট তৈরির কাজ শুরু করেছে সরকার। সবার মতামত নিয়ে ঐকমতের ভিত্তিতে আগামী ১৫ তারিখের মধ্যেই এর ঘোষণা আসবে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ বুধবার (১ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

গতকাল রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি থেকে ১৫ জানুয়ারির মধ্যে সরকারকে জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র জারির দাবি জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। এর একদিন পর সচিবালয়ে সাংবাদিকের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জুলাই বিপ্লবের মতো ঘটনার পর এমন একটা প্রক্লেমেশনের দাবি আসতেই পারে। সরকার এর ড্রাফট তৈরির কাজ শুরু করেছে। ঐক্যমতের ভিত্তিতে ১৫ তারিখের মধ্যেই ঘোষণা আসবে।

এদিকে, চলতি বছর রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে নির্বাচনের রোডম্যাপ করবে সরকার। বিচার হবে জুলাই গনহত্যার। তবে রিজওয়ানা হাসান বলেছেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।

তিনি আরও বলেন, সচিবালয়ে আগুন লাগার ঘটনায় উদ্বিগ্ন সরকার। প্রাথমিক তদন্তে দুর্ঘটনা প্রমাণ হলেও সব ধরনের সন্দেহ এড়াতে অধিকতর তদন্তের জন্য আলামত বিদেশে পাঠানো হয়েছে বলে জানান রিজওয়ানা হাসান।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের