শনিবার,

০৪ জানুয়ারি ২০২৫,

২১ পৌষ ১৪৩১

শনিবার,

০৪ জানুয়ারি ২০২৫,

২১ পৌষ ১৪৩১

Radio Today News

মানুষ মাত্রই উদ্যোক্তা, তারা শ্রমিক না: প্রফেসর ইউনূস

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:২৭, ১ জানুয়ারি ২০২৫

Google News
মানুষ মাত্রই উদ্যোক্তা, তারা শ্রমিক না: প্রফেসর ইউনূস

রাজধানীর পূর্বাচলে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এসময় তিনি বলেন, ‘মানুষ মাত্রই উদ্যোক্তা, তারা শ্রমিক না’। শ্রমিক হলো বিপথে চলে যাওয়া। এটা মানুষের পথ না, মানুষের পথ হলো সৃষ্টি করা। নিজের মনের মধ্যে যা আছে তা সৃষ্টি করা, অন্যের হুকুমে সৃষ্টি করা না। এটাই তফাত।’

বুধবার (১ জানুয়ারি) রাজধানীর পূর্বাচলে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ-২০২৫) উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। চতুর্থবারের মতো বাণিজ্য মেলা পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে।

নতুন পণ্য উদ্ভাবনের মাধ্যমে দেশের রপ্তানি খাতকে আরও সমৃদ্ধ করতে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে পণ্যের পাশাপাশি সেবা খাতেও গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।

তিনি জানান, রপ্তানি প্রসার ও প্রণোদনামূলক উদ্যোগগুলো আরও গতিশীল করতে প্রতিবছর একটি পণ্যকে প্রোডাক্ট অব দ্য ইয়ার বা "বর্ষপণ্য" হিসেবে ঘোষণা করা হয়। এ বছর "ফার্নিচার" বর্ষপণ্য হিসেবে মনোনীত হয়েছে।

তবে, তিনি আরও বলেন, বর্ষপণ্যের পাশাপাশি "বর্ষউদ্যোক্তা" বা এন্ট্রাপ্রেনিউর অব দ্য ইয়ার প্রচলনের ওপর গুরুত্বারোপ করতে হবে। পণ্য প্রচারের সঙ্গে উদ্যোক্তাদেরও পরিচিতি ও স্বীকৃতি দেওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের