বুধবার,

০১ জানুয়ারি ২০২৫,

১৮ পৌষ ১৪৩১

বুধবার,

০১ জানুয়ারি ২০২৫,

১৮ পৌষ ১৪৩১

Radio Today News

ট্রেইনি চিকিৎসকদের ভাতা বাড়িয়ে ৩৫ হাজার টাকা করার সিদ্ধান্ত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৫৯, ২৯ ডিসেম্বর ২০২৪

Google News
ট্রেইনি চিকিৎসকদের ভাতা বাড়িয়ে ৩৫ হাজার টাকা করার সিদ্ধান্ত

ট্রেইনি চিকিৎসকদের ভাতা বাড়িয়ে ৩৫ হাজার টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুলাই থেকে নতুন ভাতা কার্যকর হবে। এক্ষেত্রে জানুয়ারি থেকে আগামী জুন পর্যন্ত ৩০ হাজারই থাকবে।

আজ রোববার দুপুরে শুরু হওয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত হয়। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

জানা গেছে, রোববার দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয় বৈঠক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমানের নেতৃত্বে আয়োজিত এই বৈঠকে আন্দোলনকারী চিকিৎসকদের পক্ষ থেকে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি ডা. জাবির হোসেন, সাধারণ সম্পাদক ডা. নুরুন্নবী, জাতীয় নাগরিক কমিটির ডা. মোহাম্মদ আব্দুল আহাদ, ডা. হুমায়ুন কবীর হিমু, ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ড্যাব) কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক আতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক ডা. রুহুল কুদ্দুস বিপ্লবসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের