চিন্ময় কৃষ্ণ দাস সহ সকল অভিযুক্ত ও আটক ব্যক্তির বিচার পাওয়ার অধিকার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন শিক্ষাবিদ অধ্যাপক আনু মুহাম্মদ।
আজ রোববার (২৯ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে গণতান্ত্রিক অধিকার কমিটির সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় পাইকারি দরে মামলা হচ্ছে মন্তব্য করে আনু মুহাম্মাদ বলেন, অজ্ঞাতনামা আসামি রেখে হাসিনা আমলের মতো বাণিজ্য চলছে। হরিজন কলোনি এবং সংখ্যালঘু সম্প্রদায় এর শিকার হচ্ছে। এসব ঘটনা ভারতের সাম্প্রদায়িক সহিংসতার অপপ্রচারকে শক্তিশালী করছে বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যারিস্টার জোতির্ময় বড়ুয়া, অধ্যাপক সামিনা লুতফা, আইনজীবী মানজুর আল মতিন।
রেডিওটুডে নিউজ/আনাম