সোমবার,

৩০ ডিসেম্বর ২০২৪,

১৫ পৌষ ১৪৩১

সোমবার,

৩০ ডিসেম্বর ২০২৪,

১৫ পৌষ ১৪৩১

Radio Today News

৩১ ডিসেম্বর শহীদ মিনারে ‘জুলাই বিপ্লব’ ঘোষণা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৭:১১, ২৯ ডিসেম্বর ২০২৪

Google News
৩১ ডিসেম্বর শহীদ মিনারে ‘জুলাই বিপ্লব’ ঘোষণা

শেখ হাসিনার সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে ৩১ ডিসেম্বর বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ‘জুলাই বিপ্লবের’ আনুষ্ঠানিক ঘোষণা দেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার (২৮ ডিসেম্বর) রাতে এই ঘোষণা নিশ্চিত করেছেন সংগঠনের মুখপাত্র উমামা ফাতেমা।

তিনি বলেন, “শেখ হাসিনার স্বৈরাচারী শাসন কেন ‘জুলাই বিপ্লবের’ দিকে মোড় নিল, কীভাবে এই প্রক্রিয়া গড়ে উঠল, ৯ দফা থেকে ১ দফায় আমরা কেন আসতে বাধ্য হলাম, এসব বিষয়ে ছাত্র-জনতার আকাঙ্ক্ষার প্রেক্ষাপট নিয়ে ঘোষণা দেওয়া হবে।”

এ ঘোষণার আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন সদস্য ও সমর্থকরা এই আয়োজন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন।

“কমরেডস, ৩১ ডিসেম্বর! এখন না হলে কখনোই নয়।” – এমন পোস্ট দিয়ে ব্যাপক সাড়া ফেলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার পোস্টে লিখেছেন, “কমরেডস, নাউ ওর নেভার।”

আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, “৩১ ডিসেম্বর! নাউ ওর নেভার।”

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সারজিস আলম লিখেছেন, “৩১ ডিসেম্বর! শহীদ মিনার বিকেল ৩টা। এখনই সময়, বাংলাদেশের জন্য।”

অন্যদিকে, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটওয়ারী তার পোস্টে আহ্বান জানিয়েছেন, “অল আয়েজ ওন শহীদ মিনার, ৩১ ডিসেম্বর, সময় বিকেল ৩টা।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিশিয়াল পেজে পোস্ট করা হয়েছে, “৩১ ডিসেম্বর ২০২৪ বিপ্লবীরা প্রস্তুত তো?”

গত জুলাই-আগস্ট মাসে ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া বিভিন্ন সমন্বয়কও অনুরূপ পোস্ট দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ৩১ ডিসেম্বরের এ আয়োজন ছাত্র আন্দোলনকে নতুন মাত্রা দেবে এবং এর প্রভাব জাতীয় রাজনীতিতে স্পষ্ট হতে পারে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের