রোববার,

২৯ ডিসেম্বর ২০২৪,

১৫ পৌষ ১৪৩১

রোববার,

২৯ ডিসেম্বর ২০২৪,

১৫ পৌষ ১৪৩১

Radio Today News

সচিবালয়ে প্রবেশে অস্থায়ী পাসের আবেদন নিতে বিশেষ সেল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৫৭, ২৮ ডিসেম্বর ২০২৪

Google News
সচিবালয়ে প্রবেশে অস্থায়ী পাসের আবেদন নিতে বিশেষ সেল

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সচিবালয়ে প্রবেশের জন্য যাদের অস্থায়ী পাস প্রয়োজন তাদের আবেদন গ্রহণ করার জন্য বিশেষ সেল গঠন করা হয়েছে।

আজ শনিবার (২৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব মো. আমিনুল ইসলাম।

ওই অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য অস্থায়ী প্রবেশ পাসের আবেদন গ্রহণ করার জন্য ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে অস্থায়ী প্রবেশ পাস সংক্রান্ত বিশেষ সেল গঠন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নিম্ন বর্ণিত কর্মকর্তা/কর্মচারীকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সেই সেলে দায়িত্ব পালনের জন্য নির্দেশক্রমে সংযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, সিনিয়র সহকারী সচিব এফ এম তৌহিদুল আলম এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মৃত্যুঞ্জয় বাড়ৈকে বিশেষ এই সেলের দায়িত্ব দেওয়া হয়েছে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের