রোববার,

২৯ ডিসেম্বর ২০২৪,

১৫ পৌষ ১৪৩১

রোববার,

২৯ ডিসেম্বর ২০২৪,

১৫ পৌষ ১৪৩১

Radio Today News

ভারত, যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে আমাদের সম্পর্ক ভাল রাখতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৪৭, ২৮ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২০:৪৮, ২৮ ডিসেম্বর ২০২৪

Google News
ভারত, যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে আমাদের সম্পর্ক ভাল রাখতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ঠিক না হলে শুধু এই অঞ্চল নয়, সবাই ক্ষতিগ্রস্ত হতে হবে। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সংস্কার নিয়ে জাতীয় সংলাপে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই জনমানুষের স্বার্থ ও অধিকার প্রতিষ্ঠা হবে। তাই দেশের স্বার্থে সব রাজনৈতিক দল একমত হয়ে কাজ করতে হবে।

বাংলাদেশে সঙ্গে বহির্বিশ্বে সম্পর্কের ইস্যুতে তিনি বলেন- ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে আমাদের সম্পর্ক ভাল রাখতে হবে। সবার সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে।

রোহিঙ্গা সমস্যা সমাধানে দেশের অভ্যন্তরে একটি ঐক্যমত্যের প্রয়োজনীয়তা উল্লেখ করে তৌহিদ হোসেন আরও বলেন, আগামীতে যেই রাজনৈতিক দল ক্ষমতায় আসুক, তারা যেন ঐক্যমত্যের ভিত্তিতে দেশের নেতৃত্ব দেয়, যা এই সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করবে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী দুই থেকে ছয়মাসের মধ্যে কোনও রোহিঙ্গা ফেরত পাঠানো যাবে না।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের