রোববার,

২৯ ডিসেম্বর ২০২৪,

১৪ পৌষ ১৪৩১

রোববার,

২৯ ডিসেম্বর ২০২৪,

১৪ পৌষ ১৪৩১

Radio Today News

দেশের অপরাধ দমনে পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই: আইজিপি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:২৮, ২৮ ডিসেম্বর ২০২৪

Google News
দেশের অপরাধ দমনে পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই: আইজিপি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, দেশের অপরাধ দমনে পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন।

বাহারুল আলম বলেন, সারা দেশে চুরি, ছিনতাই, খুন বন্ধে পুলিশের কাছে ম্যাজিক নাই। আমরা চেষ্টা করছি। ছাত্রদের সহযোগিতা চাই। সবাই মিলে প্রতিরোধ করতে হবে। জুলাই-আগস্টের যাতে পুনরাবৃত্তি না হয় সেভাবে পুলিশকে পুনর্গঠন করতে কাজ চলছে।

সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়ে তিনি বলেন, আগুনের ঘটনা তদন্ত চলছে। তদন্ত কমিটি বিস্তারিত জানাবে।

সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, স্বাধীনতার পর এমন পুলিশ বাহিনী দেখতে চায়নি জনগণ। জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। ৫ আগস্টের ৭২ ঘণ্টা  আগেও যদি পুলিশ সঠিক সিদ্ধান্ত নিতে পারতো তাহলে এত প্রাণহানি হতো না। জুলাই-আগস্টের যাতে পুনরাবৃত্তি না হয় সেভাবে পুলিশকে পুনর্গঠন করতে কাজ চলছে।

আইজিপি বলেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যে ভূমিকা পুলিশ রেখেছে তার জন্য পুরো পুলিশ সামাজিকভাবে লজ্জিত। সেবার মান বাড়িয়ে সামাজিক অবস্থান ফেরাতে হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের