শনিবার,

২৮ ডিসেম্বর ২০২৪,

১৪ পৌষ ১৪৩১

শনিবার,

২৮ ডিসেম্বর ২০২৪,

১৪ পৌষ ১৪৩১

Radio Today News

সংস্কারের স্বপ্ন বাস্তবায়নে ঐক্য প্রয়োজন, আগে মানুষকে স্বস্তি দিতে হবে: দেবপ্রিয়

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৪৫, ২৭ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৮:৪৭, ২৭ ডিসেম্বর ২০২৪

Google News
সংস্কারের স্বপ্ন বাস্তবায়নে ঐক্য প্রয়োজন, আগে মানুষকে স্বস্তি দিতে হবে: দেবপ্রিয়

দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘সংস্কারের স্বপ্ন বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ। এর জন্য ঐক্য প্রয়োজন। তবে তার আগে সাধারণ মানুষকে স্বস্তি দিতে হবে। নির্বাচনেও যেতে হবে, কিন্তু মানুষের জীবনের তাৎক্ষণিক চাহিদাগুলোকে অগ্রাধিকার দিতে হবে।’

আজ শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত ‘ঐক্য কোন পথে’ শীর্ষক জাতীয় সংলাপে বক্তব্য দিতে গিয়ে বিশিষ্ট এ অর্থনীতিবিদ এসব কথা বলেন।

দুই দিনব্যাপী এ সংলাপের প্রথম দিনে বিভিন্ন সুশীল সমাজ, অর্থনীতিবিদ এবং গবেষকরা অংশ নেন। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত এই সংলাপের উদ্বোধন হয় সকালে।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘সংস্কারমুখী চিন্তার জন্য আইনের শাসন যেমন প্রয়োজন, তেমনি মানুষের মৌলিক চাহিদা পূরণ করাও জরুরি। মানুষকে খাবার, চাকরি এবং জীবিকার নিরাপত্তা নিশ্চিত না করে সংস্কারের কথা বললে তা অর্থহীন হয়ে দাঁড়াবে। আমাদের এখন তাৎক্ষণিক সমস্যাগুলোর দিকে নজর দিতে হবে। সর্বোত্তম কিছু পেতে গিয়ে যেন উত্তম বিষয়গুলো হারিয়ে না যায়।’

মানবাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে দেবপ্রিয় বলেন, ‘নদীভাঙনের শিকার, আদিবাসী, দলিত সম্প্রদায় এবং ধর্মীয় ও লিঙ্গ বৈষম্যের শিকার মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। বেঁচে থাকা, মত প্রকাশ, সমাবেশ করা এবং জীবিকা নির্বাহের মতো মৌলিক বিষয়গুলোতে ঐকমত্য গড়ে তুলতে হবে। এই ঐক্যের ভিত্তিতেই একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়া সম্ভব।’

তিনি বলেন, ‘প্রশাসনিক সংস্কার নিয়ে যত আলোচনা হচ্ছে, এর ভিত নিয়ে তত আলোচনা হয় না। গার্মেন্টস শ্রমিকের ন্যায্য মজুরি, কৃষকের ফসলের ন্যায্য দাম এবং মধ্যবিত্তের ক্রয়ক্ষমতা নিয়ে আলোচনা হয় না। ৮০ টাকায় শাকের আঁটি কিনতে গিয়ে একজন সাধারণ মানুষ কীভাবে বাঁচবে, তা নিয়ে কোনো কথাই হয় না। যুবসমাজের কর্মসংস্থানের পথ কীভাবে তৈরি হবে, সেটাও অগ্রাহ্য করা হচ্ছে। ভিত শক্ত না হলে উপরিকাঠামোর সংস্কার টেকসই হতে পারে না।’

সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে দেবপ্রিয় বলেন, ‘এটি গুরুত্বপূর্ণ, তবে অন্যান্য মানুষ কীভাবে টিকে থাকবে? শিক্ষিত যুবকদের জন্য কর্মসংস্থান বা ভাতার কোনো উদ্যোগও চোখে পড়ে না। রুটি-রুজির ক্ষমতায়নই আসল ক্ষমতায়ন, যা নেতারা বুঝতে পারছেন না।’

দেবপ্রিয় জানান, শ্বেতপত্র তৈরি করতে পারায় তিনি গর্ববোধ করেন। তিনি বলেন, ‘লুণ্ঠন এবং উত্তরাধিকারসূত্রে পাওয়া অর্থনৈতিক সংকটের ভয়াবহতা কল্পনার বাইরে। এই সংকট কাটিয়ে উঠতে হলে কার্যকর ব্যবস্থা নিতে হবে।’

এই সংলাপ দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ এবং সবার জন্য অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করার পথে একটি গুরুত্বপূর্ণ আলোচনা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের