শনিবার,

২৮ ডিসেম্বর ২০২৪,

১৪ পৌষ ১৪৩১

শনিবার,

২৮ ডিসেম্বর ২০২৪,

১৪ পৌষ ১৪৩১

Radio Today News

ব্রিগেডিয়ার আমান আযমীর বরখাস্তের আদেশ বাতিল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:২৫, ২৭ ডিসেম্বর ২০২৪

Google News
ব্রিগেডিয়ার আমান আযমীর বরখাস্তের আদেশ বাতিল

বাংলাদেশ সেনাবাহিনীর আলোচিত কর্মকর্তা ব্রিগেডিয়ার আব্দুল্লাহিল আমান আযমীর বরখাস্ত আদেশ বাতিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) আযমী বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বরখাস্তের আদেশ বাতিল হওয়ায় আমান আযমী বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার হিসেবে সবধরনের সুযোগ-সুবিধা পাবেন।

উল্লেখ্য, ব্রিগেডিয়ার আযমীকে ২০০৯ সালে শেখ হাসিনা সরকারের সময় তার পদ থেকে বরখাস্ত করা হয়। এতে তিনি সেনাবাহিনীতে কর্মরত থাকা সময়ের সব বেনিফিট ও সুবিধা থেকে বঞ্চিত হন। পরে এ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তিনি।

২০১৬ সালে গুম হন ব্রিগেডিয়ার আযমী। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর মুক্তি পান তিনি। পরে জানান, তাকে আয়নাঘরে গুম রাখা হয়েছিল।

ব্রিগেডিয়ার আব্দুল্লাহিল আযমী সেনাবাহিনীতে সোর্ড অব অনার পাওয়া একজন চৌকস কর্মকর্তা ছিলেন। কিন্তু তিনি জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম আযমের ছেলে হওয়ার কারণে প্রাপ্য পদোন্নতি ও পদায়ন থেকে বঞ্চিত হন। একই কারণে তাকে সেনাবাহিনী থেকে বরখাস্ত ও পরে গুমের শিকার হতে হয় বলে জানা যায়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের