শনিবার,

২৮ ডিসেম্বর ২০২৪,

১৩ পৌষ ১৪৩১

শনিবার,

২৮ ডিসেম্বর ২০২৪,

১৩ পৌষ ১৪৩১

Radio Today News

বিডিআর হত্যাকাণ্ডে দেশি-বিদেশি ষড়যন্ত্র চিহ্নিত করা হবে: তদন্ত কমিশনের প্রধান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৭:৩৯, ২৭ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০৭:৪০, ২৭ ডিসেম্বর ২০২৪

Google News
বিডিআর হত্যাকাণ্ডে দেশি-বিদেশি ষড়যন্ত্র চিহ্নিত করা হবে: তদন্ত কমিশনের প্রধান

পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের পেছনে দেশি-বিদেশি যে ষড়যন্ত্রই থাকুক, তা চিহ্নিত করে জাতির সামনে তুলে ধরা হবে বলে জানিয়েছেন তদন্ত কমিশনের প্রধান আ ল ম ফজলুর রহমান। গতকাল বৃহস্পতিবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদরদপ্তর পিলখানায় তদন্ত কমিশনের প্রথম সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

বিডিআরের সাবেক এ মহাপরিচালক বলেন, আগে থেকে কোনো দেশকে শনাক্ত করতে চাই না। নিরপেক্ষ ও নির্মোহভাবে এগোতে চাই। সেটা করতে গিয়ে দালিলিক ও পারিপার্শ্বিক প্রমাণে যারা দায়ী হবেন, তাদের বিরুদ্ধে মতামত দেওয়া হবে। ৫ আগস্ট বিপ্লবের পর অনেকে দেশ থেকে পালিয়েছেন। তারা যেসব দেশে গেছেন, সেই দেশের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ করা হবে। এর পর যদি না হয়, তাহলে ওই দেশে টিম পাঠিয়ে বক্তব্য নেওয়ার চেষ্টা করব।

তিনি আরও বলেন, তদন্ত কমিটি কোনো রকম বা কারও দ্বারা প্রভাবিত হবে না। যেহেতু এটা জাতীয় সমস্যা। হাজার বছরেও এমন ঘটনা ঘটেনি। অল্প সময়ের মধ্যে অনেক অবিচার ও অনেক মানুষ নিহত হয়েছেন। দেশবাসীকে জানাতে চাই, এই বিডিআর বিদ্রোহের পর যারা নির্যাতিত হয়েছেন, নিহত হয়েছেন, বঞ্চিত হয়েছেন– সবকিছু নজরে নেব। সহমর্মিতা ও আন্তরিকতার সঙ্গে কমিটি তাদের ক্ষত নিরাময়ের চেষ্টা করবে। কাজ শেষে যেন প্রশ্ন উঠতে না পারে, সে বিষয়ে সজাগ থাকবেন তদন্ত-সংশ্লিষ্টরা।

তদন্ত প্রক্রিয়া কী হবে জানতে চাইলে কমিশনপ্রধান বলেন, আমরা চারজন দেশি-বিদেশি আইন বিশেষজ্ঞকে সম্পৃক্ত করতে বলেছি। বাংলাদেশের সিভিল আইন বিশেষজ্ঞ, সামরিক ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ পেলে ভালো হয়। তাদের মধ্যে দু’জনকে বাংলাদেশ থেকে যুক্ত করতে বলব। আর যেহেতু বিদেশি ষড়যন্ত্রের বিষয় এসেছে, তাই আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ যুক্ত করতে আবেদন করা হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের