সচিবালয়ে আগুনের ঘটনায় গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
পরিবেশ উপদেষ্টা বলেন, ‘সচিবালয়ে আগুন লাগার ঘটনা সরকার খুবই গুরুত্বের সঙ্গে দেখছে। এখানে আমাদের নিরাপত্তার বিষয় জড়িত এবং রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ নথি থাকে। এ বিষয়কে গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। কমিটিকে তিন দিনের মধ্যে অগ্নিকাণ্ডের বিষয়ে প্রাথমিক প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।’
উল্লেখ্য, সচিবালয়ে আগুন লাগার ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. খালেদ রহিমকে আহ্বায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসন ও শৃঙ্খলা বিভাগ গঠিত এ কমিটিতে জননিরাপত্তা বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, ডিএমপি, সিভিল ডিফেন্স, ফায়ার সার্ভিস, গৃহায়ন ও গণপূর্তের প্রতিনিধিরা রয়েছেন।
ব্রিফিংয়ে উপস্থিত স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, সচিবালয়ের ভেতরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
পাঁচটি মন্ত্রণালয়ের নথি পুড়েছে বলে জানান ব্রিফিংয়ে উপস্থিত আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সাবেক মূখ্য সচিব তোফাজ্জল হোসেন যে অর্থ লোপাটের সাথে জড়িত বলে ধারণা করা হচ্ছে, সেই নথিপত্রগুলো পিরোজপুরে থাকায় সেগুলো পাওয়া যাবে বলেও জানান আসিফ মাহমুদ।