নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, আগামী নির্বাচনে ইভিএম মেশিনে ভোটগ্রহণ হবে না। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বদিউল আলম বলেন, বিগত সময়ে যারা নির্বাচন ব্যবস্থাকে বিতর্কিত করেছে, তাদের অবশ্যই বিচারের আওতায় আনা উচিত। তাদের শাস্তির বিষয়ে কমিশন প্রস্তাব করবে। নির্বাসনে চলে যাওয়া নির্বাচন ব্যবস্থা সংস্কার করে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা হবে। এছাড়া ডিসেম্বরের মধ্যেই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন চূড়ান্ত প্রতিবেদন পেশ করবে বলেও জানান তিনি।
এর আগে, সকাল ১০টা থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময় করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।