রাজধানী ঢাকার সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৬ থেকে ১০ তলা পর্যন্ত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে।
বুধবার গভীর রাত থেকে শুরু হওয়া আগুন বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টা পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এ ঘটনায় সোহানুর রহমান নয়ন নামে একজন ফায়ার সার্ভিস কর্মী নিহত হয়েছেন।
ফায়ার সার্ভিসের ডিজি জানিয়েছেন, ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। সচিবালয়ের এই ভবনে অর্থ, শ্রম ও সড়ক পরিবহন, ডাক ও টেলিযোগাযোগ, এবং যুব মন্ত্রণালয়ের অফিস রয়েছে।
এখন পর্যন্ত আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে তৎপর রয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম