সোমবার,

২৩ ডিসেম্বর ২০২৪,

৮ পৌষ ১৪৩১

সোমবার,

২৩ ডিসেম্বর ২০২৪,

৮ পৌষ ১৪৩১

Radio Today News

সোমবার রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলতে বললো ডিএমপি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:২৪, ২২ ডিসেম্বর ২০২৪

Google News
সোমবার রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলতে বললো ডিএমপি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামীকাল সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল টি-২০ মিউজিক ফেস্ট আয়োজন করতে যাচ্ছে। এ উপলক্ষে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মিরপুর-১০ গোলচত্বর এবং তার আশেপাশের এলাকায় যানবাহন চলাচলের জন্য বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৩ ডিসেম্বর দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত মিরপুরের বিভিন্ন সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিরপুর-১ থেকে মিরপুর-১০, ১১, ১২ ও ১৪ অভিমুখে চলাচলকারী যানবাহনগুলো সনি সিনেমা হলের পাশ দিয়ে চিড়িয়াখানা সড়ক ব্যবহার করে রাইনখোলা ক্রসিং হয়ে প্রশিকা মোড় ক্রসিং সড়ক ব্যবহার করবে।

এছাড়া, মিরপুর-১২ থেকে মিরপুর-১০ গোলচত্বর এলাকা অতিক্রমকারী যানবাহনগুলো অরিজিনাল-১০ হয়ে ডানে মোড় নিয়ে প্রশিকা মোড় ক্রসিং সড়ক ব্যবহার করবে। 

আর, আগারগাঁও হয়ে মিরপুর-১০ গোলচত্বর দিয়ে মিরপুর-১ ও মিরপুর-১২ অভিমুখে চলাচলকারী যানবাহনগুলোকে মিরপুর-১০ গোলচত্বর পরিহার করে আগারগাঁও থেকে বামে মোড় নিয়ে শ্যামলী শিশু মেলা-টেকনিক্যাল মোড়-সনি সিনেমা হল ক্রসিং হয়ে চিড়িয়াখানা সড়কের রাইনখোলা ক্রসিং ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিএমপি কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সড়কগুলোতে যানজট এড়াতে সবাইকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য অনুরোধ করেছে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের