রোববার,

২২ ডিসেম্বর ২০২৪,

৮ পৌষ ১৪৩১

রোববার,

২২ ডিসেম্বর ২০২৪,

৮ পৌষ ১৪৩১

Radio Today News

মিয়ানমারকে সীমান্ত রক্ষায় আরও কঠোর হওয়ার আহ্বান বাংলাদেশের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:৩০, ২২ ডিসেম্বর ২০২৪

Google News
মিয়ানমারকে সীমান্ত রক্ষায় আরও কঠোর হওয়ার আহ্বান বাংলাদেশের

গত দুই মাসে নতুন করে ৬০ হাজারের বেশি রোহিঙ্গা বিভিন্ন মাধ‍্যমে অনুপ্রবেশ করেছে বাংলাদেশে। মানবিক কারণ ও পরিস্থিতির বিবেচনায় তাদের ঢুকতে দেয়া হয়েছে বলে মন্তব‍্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বর্ডারে দুর্নীতির কারণে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না বলেও এসময় জানান তিনি।

আজ রোববার (২২ ডিসেম্বর) থাইল‍্যান্ড সফরে মিয়ানমারের সীমান্তবর্তী চার দেশের সঙ্গে মন্ত্রী পর্যায়ের বৈঠকের শেষে দেশে ফিরে গণমাধ‍্যমকে এ কথা জানান তিনি।

অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে দেশে আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেওয়া হবে না, এমন বার্তা দেয়ার পরও বিগত দুইমাসে মিয়ানমার থেকে বাংলাদেশে ৬০ হাজারেরও বেশি রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছে বলে তথ‍্য পাওয়া গেছে।

দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে প্রশ্ন তুললে তৌহিদ হোসেন বলেন, একদিকে নিজেদের সীমান্ত রক্ষায় ব্যর্থ মিয়ানমার। অন‍্যদিকে, সীমান্তে দুর্নীতি কারণেই অনুপ্রবেশের সুযোগ পাচ্ছে তারা।

রোহিঙ্গা সমস্যা সমাধান নাহলে মিয়ানমারে শান্তি আসবে না জানিয়ে উপদেষ্টা বলেন, এই একটি ইস্যুতে দেশটির সীমান্তবর্তী সকল রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ নিয়ে সভায় মিয়ানমারকে নিজেদের সীমান্ত রক্ষায় আরও সতর্ক ও কঠোর হওয়ার সুস্পষ্ট আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

এর আগে, সকালে বঙ্গোপসাগরের আঞ্চলিক দেশগুলোর সাথে পুনঃসংযোগ স্থাপন বিষয়ক এক সেমিনারে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের বিভিন্ন দেশে অনুপ্রবেশ বন্ধে ভূরাজনৈতিক সম্পর্ক উন্নয়নে জোর দেবার কথা জানান উপদেষ্টা। এছাড়া রোহিঙ্গাদের অধিকার ও নিরাপত্তা ইস‍্যুতে আসিয়ানের সহায়তা চেয়েছে বাংলাদেশ বলেও সাংবাদিকদের জানান পররাষ্ট্র উপদেষ্টা।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের