দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার আগামী ৭ দিনের মধ্যে সম্পদের হিসাব দেবে বলে জানালেন নতুন চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। টিআইবির আহ্বানের প্রেক্ষিতে এ কথা জানান তিনি।
বুধবার (১১ ডিসেম্বর) নতুন চেয়ারম্যান ও কমিশনার আলি আকবার আজিজীর দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর পক্ষ থেকে স্বচ্ছতা বজায় রাখতে সংস্থাটির চেয়ারম্যান ও কমিশনারদের আয়ের উৎস ও সম্পদের হিসাব বিবরণী জমা দেয়ার আহ্বান জানানো হয়।
এসময় দুদকের নতুন চেয়ারম্যান বলেন, আমার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের সত্যতা পায়নি দুদক। বড় ধরণের দুর্নীতি যারা করেছে, তারা যেন ছাড় না পায় দুদক সেই পদক্ষেপ নেবে।
এদিন আনুষ্ঠানিকভাবে চাকরিতে যোগদান করেন সদ্য নিয়োগ পাওয়া দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। বিকেল সাড়ে ৩টায় দুদকের প্রধান কার্যালয়ে তিনি প্রবেশ করেন। এ সময় তার সঙ্গে কমিশনার ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজীও ছিলেন।