বৃহস্পতিবার,

২৬ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

বৃহস্পতিবার,

২৬ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

Radio Today News

প্রাথমিকের শিক্ষক নিয়োগে থাকছে না পোষ্য কোটা: উপদেষ্টা 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:০৬, ৮ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৮:২৩, ৮ ডিসেম্বর ২০২৪

Google News
প্রাথমিকের শিক্ষক নিয়োগে থাকছে না পোষ্য কোটা: উপদেষ্টা 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে পোষ্য কোটার কোনো ব্যবস্থা থাকছে না। ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ হবে শুধুমাত্র মেধার ভিত্তিতে।

রোববার (৮ ডিসেম্বর) খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অতিরিক্ত ডিআইজি জয়দেব চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রি-সার্ভিস প্রশিক্ষণকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ ছাড়া শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে বাজেট বৃদ্ধি সময়ের দাবি বলে তিনি উল্লেখ করেন।

ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানান, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ চালু করার পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে ১৫০টি উপজেলায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে কক্সবাজার ও বান্দরবানের কিছু স্কুলে এ কার্যক্রম চালু আছে।

এছাড়া প্রাথমিক শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে উপবৃত্তি কর্মসূচি চালু থাকলেও কাঙ্ক্ষিত ফলাফল অর্জন হয়নি বলে তিনি জানান। অনেক শিক্ষার্থী উপবৃত্তি পাওয়ার জন্য প্রাথমিক বিদ্যালয়ে নাম লিখিয়ে অন্য স্কুলে পড়াশোনা করছে।

উপদেষ্টা আরও বলেন, দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর ভৌত অবকাঠামো উন্নত করা হচ্ছে। বিশেষ করে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দৃষ্টিনন্দন স্কুল নির্মাণ করা হচ্ছে।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শুধুমাত্র মন্ত্রণালয়ের উদ্যোগ যথেষ্ট নয়। এই লক্ষ্যে সমাজের সবার সহযোগিতা প্রয়োজন। পরে উপদেষ্টা প্রাথমিক শিক্ষার উন্নয়নে মাঠপ্রশাসনের করণীয় বিষয়ে আরেকটি মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের