বৃহস্পতিবার,

২৬ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

বৃহস্পতিবার,

২৬ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

Radio Today News

কলকাতা মিশনে ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:১৪, ৬ ডিসেম্বর ২০২৪

Google News
কলকাতা মিশনে ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ

ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের উত্তেজনার মধ্যেই কলকাতার ডেপুটি হাইকমিশনে ভারতীয়দের ভিসা দেওয়ার বিষয়ে সীমাবদ্ধতা আরোপ করেছে বাংলাদেশ। যদিও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) একটি গোপন দাপ্তরিক চিঠির মাধ্যমে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কলকাতা ডেপুটি হাইকমিশনকে ভারতীয়দের জন্য ঢালাওভাবে ভিসা দেওয়ার প্রক্রিয়া বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) থেকে এই নির্দেশ কার্যকর করা হয়েছে।

মিশন সূত্র জানিয়েছে, ঢাকা থেকে ভিসা কমানোর নির্দেশ কলকাতায় পৌঁছেছে, এবং শুক্রবার থেকেই তা বাস্তবায়ন শুরু হয়েছে। তবে দিল্লি বা আসামের মিশনগুলোতে এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

এর আগে, ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের পর সেখানকার সব কার্যক্রম স্থগিত করা হয়। পাশাপাশি, ভারতীয়দের ভিসা দেওয়ার প্রক্রিয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার।

বর্তমান পরিস্থিতিতে ভারতীয়দের জন্য বাংলাদেশের ভিসা প্রদানে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে কলকাতায়। তবে দিল্লি ও আসাম মিশনে ভিসা কার্যক্রম চালু রয়েছে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের