বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪,

২০ অগ্রাহায়ণ ১৪৩১

বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪,

২০ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

ছাত্রনেতাদের সঙ্গে বৈঠকে ড. ইউনূস, আসছে জাতীয় ঐক্যের ডাক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:১৫, ৩ ডিসেম্বর ২০২৪

Google News
ছাত্রনেতাদের সঙ্গে বৈঠকে ড. ইউনূস, আসছে জাতীয় ঐক্যের ডাক

জাতীয় ঐক্য নিয়ে আলোচনা করতে বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ লক্ষ্যে আজ মঙ্গলবার সন্ধ্যার পর ছাত্রনেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন একাডেমিতে ব্রিফিংয়ে এ কথা জানান।

তিনি জানান, আগামীকাল বুধবার প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে সংলাপ করবেন প্রধান উপদেষ্টা। পরদিন বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপ করবেন।

প্রেস সচিব বলেন, ‘এসব বৈঠকের উদ্দেশ্য হচ্ছে, তিনি জাতীয় ঐক্যের ডাক দেবেন।’

তিনি বলেন, বুধবার বিকেল ৪টায় ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হবে। কোন কোন দল এতে অংশ নেবে তা স্পষ্ট করেননি তিনি।

এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, কোন কোন রাজনীতি দল অংশ নেবে এটা আগামীকাল জানতে পারবেন। ধর্মীয় নেতাদের সঙ্গে কখন কোথায় বৈঠক হবে তা এখনও চূড়ান্ত হয়নি।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের