বৃহস্পতিবার,

২৮ নভেম্বর ২০২৪,

১৪ অগ্রাহায়ণ ১৪৩১

বৃহস্পতিবার,

২৮ নভেম্বর ২০২৪,

১৪ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

সার্বভৌমত্ব রক্ষায় ডিফেন্স ফোর্স সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের তাগিদ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৪৫, ২৮ নভেম্বর ২০২৪

আপডেট: ১৩:৪৬, ২৮ নভেম্বর ২০২৪

Google News
সার্বভৌমত্ব রক্ষায় ডিফেন্স ফোর্স সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের তাগিদ

বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসে অনুষ্ঠিত হলো সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের ডিএসসিএসসি কোর্স-২০২৪ এর গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠান। এসময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, দেশি ও বিদেশি সামরিক কর্মকর্তাদের কৌশলগত দক্ষতা বৃদ্ধিতে ও আন্তর্জাতিক সহযোগিতা উন্নয়নে ডিএসসিএসসির ভূমিকা অনস্বীকার্য।

তিনি বলেন, গ্র্যাজুয়েশন সম্পন্নকারী অফিসারদের অভিনন্দন জানিয়ে তিনি তাদের এই কোর্সে অর্জিত প্রজ্ঞা, সংকল্প ও পরিকল্পনাকে জাতির অগ্রগতিতে কাজে লাগানোর পরামর্শ দেন। এসময় দেশের সার্বভৌমত্ব রক্ষায় ডিফেন্স ফোর্সের সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের তাগিদ দেন তিনি।

এ বছর ডিএসসিএসসি কোর্স-২০২৪ এ বাংলাদেশ সেনাবাহিনীর ১৪১ জন অফিসার, বাংলাদেশ নৌবাহিনীর ৪০ জন অফিসার, বাংলাদেশ বিমান বাহিনীর ২৬ জন অফিসার, বাংলাদেশ পুলিশের ৩ জন অফিসার অংশ নেয়।

এছাড়া চীন, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, কুয়েত, মালয়েশিয়া, পাকিস্তান, ফিলিস্তিন, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্কসহ বিভিন্ন দেশের ৫৭ জন অফিসারসহ সর্বমোট ২৬৭ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের