বুধবার,

২৭ নভেম্বর ২০২৪,

১৩ অগ্রাহায়ণ ১৪৩১

বুধবার,

২৭ নভেম্বর ২০২৪,

১৩ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

এত চেষ্টার পরেও ইলিশের কেজি ১৫০০, এটা দুঃখজনক: মৎস্য উপদেষ্টা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:৪৯, ২৭ নভেম্বর ২০২৪

Google News
এত চেষ্টার পরেও ইলিশের কেজি ১৫০০, এটা দুঃখজনক: মৎস্য উপদেষ্টা

আগস্টের বন্যায় মৎস্যখাতে ১৮৯৯ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, বন্যায় গবাদি পশু খাতে ক্ষতি হয়েছে ৪২৮ কোটি টাকা। ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ৭ লাখ ৮২ হাজার।

বুধবার (২৭ নভেম্বর) সচিবালয়ে ব্রিফিংয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের চেষ্টার পরও এখনও বাজারে ১৫০০ টাকা করে এক কেজি ইলিশ কিনতে হচ্ছে। এটা দুঃখজনক।

উপদেষ্টা বলেন, মধ্যস্বত্তভোগীদের জন্য ইলিশ উৎপাদন পর্যাপ্ত হলেও দাম কমছে না। এটা নিয়ে কাজ করছে মন্ত্রণালয়। আশা করছি ইলিশের দাম ১ হাজার টাকা কেজি করতে পারবো।

উপদেষ্টা বলেন, ডিমের বাজারে সাতবার হাত বদল হয়, এজন্য ডিমের দাম বেড়ে যায়। তবে এবার বন্যার কারণেও ডিমের দামে প্রভাব পড়েছিল। এজন্য আমদানি করতে হয়েছে।

তিনি বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ডিম আমদানির পক্ষে নয়। ডিমের দাম কমাতে সরাসরি খামারিদের কাছ বাজারে নিয়ে আসার চেষ্টা চলছে।  তাহলে দাম কমবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের