ভালো একটি নির্বাচন করতে ওয়াদাবদ্ধ হলেও এখনও নির্বাচন নিয়ে কথা বলার সময় আসেনি বলে মনে করছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, আমরা একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। এই সরকারের উদ্দেশ্য হচ্ছে দ্রুততম সময়ে নির্বাচন দেওয়া। তবে যেসব সংস্কার কার্যক্রম তারা হাতে নিয়েছেন সেগুলো চলমান। চলমান সংস্কার প্রক্রিয়া এবং আমাদের হাতে যেসব কাজ আছে সব মিলিয়ে দ্রুত ব্যাপারটা হয়ত রিলেটিভই থাকবে। তবে সবারইতো উদ্দেশ্য হচ্ছে নির্বাচনের দিকেই যাওয়া। যথাযথ সময়ে নির্বাচন নিয়ে আমরা কথা বলব। এখনই আমার মনে হয় কথা বলার সময় আসেনি।
আজ সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সভায় কী নিয়ে আলোচনা হয়েছে– এ বিষয়ে জানতে চাইলে ইসি সানাউল্লাহ বলেন, কোন প্রেক্ষাপটে এই কমিশন গঠন করা হয়েছে; জাতীর প্রত্যাশা, আমরা কী চাই ভবিষ্যতে এবং একনিষ্ঠতা, সততা, জবাবদিহিতার বিষয়ে সভায় কথা হয়েছে। আমাদের চাওয়া খুব সিম্পল, একটা সুন্দর নির্বাচন।
নতুন দায়িত্বের চ্যালেঞ্জের বিষয়ে সানাউল্লাহ বলেন, এটাকে তারা সুযোগ হিসেবে দেখছেন। আর চ্যালেঞ্জ মোকাবিলার জন্যই তারা কমিশনে এসেছেন। এটাকে অপরিচ্যুনিটি ভাবছি এই জন্য যে, জাতি একটা ক্রান্তি লগ্নে এসে দাঁড়িয়েছে। যেখানে আমাদের আর কোনো বিকল্প নেই, একটা ভালো নির্বাচন করা ছাড়া। এবং আমরাই সেই ব্যক্তি, যাদের আল্লাহ এখানে নির্ধারণ করে পাঠিয়েছেন। এই প্রত্যাশা ডেলিভার করার জন্য। আমরা আত্মবিশ্বাসী এটা আমরা ডেলিভার করব। এজন্য আমরা ওয়াদাবদ্ধ।