মঙ্গলবার,

২৬ নভেম্বর ২০২৪,

১২ অগ্রাহায়ণ ১৪৩১

মঙ্গলবার,

২৬ নভেম্বর ২০২৪,

১২ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

শিক্ষার্থীদের সংঘর্ষে ইন্ধন থাকলে কঠোর ব্যবস্থা প্রেস সচিব

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:২৯, ২৫ নভেম্বর ২০২৪

Google News
শিক্ষার্থীদের সংঘর্ষে ইন্ধন থাকলে কঠোর ব্যবস্থা প্রেস সচিব

তুচ্ছে ঘটনাকে কেন্দ্র করে রাজধানীতে গত দুইদিন কবি নজরুল, শহীদ সোহরাওয়ার্দী ও ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বহু শিক্ষার্থী আহতের ঘটনায় কারও ইন্ধন থাকলে কঠোর হাতে দমনের হুশিয়ালী দিয়েছে সরকার।

সোমবার অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এসব হামলা-সংঘর্ষের পেছনে কারও ইন্ধন থাকলে তা কঠোর হাতে দমন করা হবে।

শিক্ষার্থীদের কোনো ধরনের সংঘর্ষে না জড়িয়ে শান্ত থাকার আহবান জানিয়ে প্রেস সচিব বলেন, সম্প্রতি বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে যে সংঘাত-সংঘর্ষ হয়েছে, সরকার তার প্রতি নজর রাখছে। আমরা ছাত্র-ছাত্রীদের কোনো ধরনের সংঘর্ষে না জড়িয়ে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, এ ধরনের সংঘাতের পেছনে কোনো ইন্ধন আছে কি-না, আমরা খতিয়ে দেখছি। শিক্ষা প্রতিষ্ঠানসহ দেশের অন্য যে কোনো অঙ্গনে অস্থিতিশীলতা সৃষ্টির যে কোনো চেষ্টা কঠোর হাতে দমন করা হবে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, সোমবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ ও ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীর মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এর আগে রোববার রাতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইল (বুটেক্স) ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের