রোববার,

২৪ নভেম্বর ২০২৪,

১০ অগ্রাহায়ণ ১৪৩১

রোববার,

২৪ নভেম্বর ২০২৪,

১০ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

বিদ্যুৎস্পৃষ্টে তিন শিক্ষার্থীর মৃত্যু: পল্লী বিদ্যুতের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:১৭, ২৪ নভেম্বর ২০২৪

আপডেট: ১১:২০, ২৪ নভেম্বর ২০২৪

Google News
বিদ্যুৎস্পৃষ্টে তিন শিক্ষার্থীর মৃত্যু: পল্লী বিদ্যুতের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

বাসগুলো গ্রামীণ সড়কের উদয়খালী বাজার পৌঁছালে একটি দোতলা বাস বাজারের উপরে পল্লী বিদ্যুতের তারে স্পর্শ হয় হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়। আহত হন আরও কয়েক শিক্ষার্থী।

গাজীপুরে ইসলামিক ইউনির্ভাসিটি অব টেকনোলজির (আইইউটি) পিকনিক বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শিক্ষার্থী মৃত্যু ও হতাহতের ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুত সমিতি-২-এর সাত কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) রাতে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার (জিএম) মোঃ আকমল হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি আরও জানান, শিক্ষার্থী হতাহতের ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কমলেশ চন্দ্র বর্মন (ডিজিএম, সদর-কারিগরি), খোন্দকার মাহমুদুল হাসান (ডিজিএম), মোঃ তানভীর সালাউদ্দিন (এজিএম), জুনিয়র ইঞ্জিনিয়ার মতিউর রহমান, লাইনম্যান পারভেজ মিয়া শাখাওয়াত হোসেন ও আবুল কাশেমকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।

শনিবার সকালে আইইউটি’র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৬০ জন শিক্ষার্থী ছয়টি দোতলা বাস ও তিনটি মাইক্রোবাসের বহর নিয়ে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের মাটির মায়া ইকো রিসোর্টে পিকনিকের উদ্দেশ্যে রওনা দেয়। বাসগুলো গ্রামীণ সড়কের উদয়খালী বাজার পৌঁছালে একটি দোতলা বাস বাজারের উপরে পল্লী বিদ্যুতের তারে স্পর্শ হয় হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়। আহত হন আরও কয়েক শিক্ষার্থী।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের