বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম ৫ আগস্টের পর দায়ের হওয়া মামলাগুলোর যথাযথ তদন্ত নিশ্চিত করতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘কোনো নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না’ এবং ‘‘যতদূর সম্ভব, মামলা প্রত্যাহারের ব্যবস্থা নিতে হবে- যদি তা অযথা হয়ে থাকে।
শনিবার পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত দেশের সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভায় আইজিপি এই নির্দেশনা দেন। তিনি মাঠ পর্যায়ের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।
সভায় ডিআইজি (অপারেশনস) রেজাউল করিমের সঞ্চালনায় দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, এবং জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি যোগ দেন।
আইজিপি বাহারুল আলম পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি এবং জনগণের সঙ্গে যোগাযোগ আরও শক্তিশালী করতে মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলার পুলিশ সুপারদের ফোর্সের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে জনগণের সমস্যা শুনে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন।
তিনি বলেন, ‘পুলিশকে জনগণের কাছে যেতে হবে এবং তাদের অভিযোগ ও সমস্যাগুলো গুরুত্ব সহকারে গ্রহণ করতে হবে। বর্তমান পরিস্থিতি জনগণের প্রত্যাশা অনেক বেশি, তাই যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশকে ধৈর্যের সঙ্গে এবং বলিষ্ঠভাবে ভূমিকা পালন করতে হবে।’
সভায় পুলিশ প্রধান লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের কার্যক্রম জোরদার করার নির্দেশও দেন।